আমাদের মহান মুক্তিযুদ্ধের মতো বিজয়ের সেই দিনটির গল্পও বিচিত্র। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে যিনি যেখানে ছিলেন, তাঁর কাছেই অনন্য হয়ে ধরা পড়েছিল বিজয়ের সেই স্বর্ণমণ্ডিত মুহূর্তটি। এই বইয়ে কয়েকজন বিশিষ্ট মানুষ বিজয়ের মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তাঁদের কেউ ছিলেন রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণ অনুষ্ঠানে, কেউ ছিলেন রণক্ষেত্রে, কেউ মুক্তিযুদ্ধের নয় মাস দেশে যাপন করেছেন গৃহবন্দী জীবন, কেউ প্রবাসে। বিচিত্র তাঁদের অভিজ্ঞতা। তাই প্রতিটি স্মৃতিই অমূল্য। এই বৈচিত্রে্য ধরা পড়েছে বিজয়ের প্রথম দিনটির এক বিস্তারিত রূপ।
Customer Questions and answers :
Login to ask a question