- শিক্ষার্থীদের বিজ্ঞানের বুনিয়াদ বা Basic ঠিক করার জন্যে পঞ্চম শ্রেণি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিবেশবিজ্ঞান এবং জীব বিজ্ঞানের প্রাথমিক পাঠ এখান থেকেই শুরু হয়।
- এই বিজ্ঞানবাক্সটি শুধুই যে বিজ্ঞান পড়া আনন্দময় করবে তাই না, আমাদের বিশ্বাস বিজ্ঞানকে ভালােবাসার শুরু হবে তার এখান থেকেই। আনন্দ নিয়ে বিজ্ঞান পড়া শিখে গেলে তার পরীক্ষার ফলাফল নিয়েও নির্ভাবনায় থাকা যাবে!
- বাস্তুসংস্থান থেকে এসিড বৃষ্টি, পানিচক্র থেকে বায়ুশক্তি, ঋতুচক্র থেকে এ্যানালেমা, শেখার মত জিনিসের অভাব নেই পঞ্চম শ্রেণির বিজ্ঞান বইয়ে। শেখাটা পূর্ণতা পাবে যদি আমাদের সন্তান হাতে কলমে এক্সপেরিমেন্ট করে দেখার সুযােগ পায়!
- Practically করার ফলে, প্রতিটি চ্যাপ্টারের থিওরি সার্বিক ভাবে মাথায় ঢুকবে, তাই প্রশ্ন যেই এঙ্গেল থেকেই করা হোকনা কেন, চিন্তা করে উত্তর বের করে ফেলবে সহজেই ।
- এই বিজ্ঞানবাক্সটি শুধুই যে বিজ্ঞান পড়া আনন্দময় করবে তাই না, আমাদের বিশ্বাস বিজ্ঞানকে ভালােবাসার শুরু হবে তার এখান থেকেই। আনন্দ নিয়ে বিজ্ঞান পড়া শিখে গেলে তার পরীক্ষার ফলাফল নিয়েও নির্ভাবনায় থাকা যাবে!



Customer Questions and answers :
Login to ask a question