About the Book :
কলকাতার ঢাকুরিয়ার বাসিন্দা মিতিনের ভাল নাম প্রজ্ঞাপারমিতা মুখার্জী। বোনঝি টুপুরের কাছে মিতিন মাসি এবং বাঙালি রহস্যপ্রিয় পাঠকের কাছে সে গোয়েন্দা মিতিনমাসি । টুপুর মিতিনের সহকারি। মিতিনের কাছে পুলিশের ডিআইজি অনিশ্চয় মজুমদার মাঝে মধ্যেই পরামর্শ নিতে আসেন। মিতিনের স্বামী পার্থ প্রেসে কাজ করেন, তিনি খ্যাদ্যরসিক ও কল্পনাবিলাসী। অপরাধ বিজ্ঞান, ফরেন্সিক সায়েন্স, অপরাধ মনঃস্তত্ত্ব, অ্যানাটমি, ফিজিওলজি, নানা রকম আইন সব নিয়েই চর্চা করেন মিতিন। তিনি ক্যারাটে জানেন, রিভলভার রাখেন আবার রান্নাতেও পটু।মিতিনমাসি সমগ্র ২ গ্রন্থে আছে: আরাকিয়েলের হিরে,গুপ্তধনের গুজব, হাতে মাত্র তিনটে দিন, কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ, মার্কুইস স্ট্রিটে মৃত্যুফাঁদ,টিকরপাড়ার ঘড়িয়াল, দুঃস্বপ্ন বারবার, স্যান্ডরসাহেবের পুঁথি।বর্তমানে হাতে মাত্র তিনটে দিন কাহিনিটি চলচ্চিত্রে সমাদৃত।
Prajnaparamita Mukhopadhyay a.k.a. Mitin Masi has been one of the foremost characters in the history of bengali detective stories and probably the only female detective character in the bengali literature. This book comprises a collection of the best Mitinmasi detective stories.
Login to ask a question