ছোট তাল গাছের পাতার মতো দেখতে এই গাছের গোড়া থেকে হলদে ছোট ছোট ফুল বের হয় যা দেখতে বেশ লাগে। আর ঘন সবুজ পাতাও সুন্দর। এটি নানা রোগে উপকারী একটি ভেষজ।
তালমূলীর বিশেষ গুণ-
তালমূলীর পাতা ও কন্দমূল যৌনশক্তি বাড়াতে, প্রস্রাবের পাথর সারাতে, কাটাছেঁড়ায়, চর্মরোগে এবং সর্পদংশনের প্রতিষেধক হিসেবে কাজ করে।
১ যৌন অক্ষমতায় কন্দের মিহিচূর্ণ ঘি ও চিনির সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
২. কাটাছেঁড়া, চর্মরোগ বা সর্পদংশনে মূলের কন্দ বেটে ক্ষতস্থানে বাহ্যিকভাবে ব্যবহার করলে সুফল পাওয়া যায়।
৩. আমাশয় ও উদরাময়ে কন্দের মিহিচূর্ণ ঘোল বা ভাতের মাড়ের সঙ্গে খেলে উপশম হয়।
৪. মূত্রপাথর সারাতেও ৪৫-৯০ গ্রেন কন্দের মিহিচূর্ণ ব্যবহার করতে হবে।
৫. পাকস্থলীর ঘায়ে ৩ গ্রাম কন্দ ৮-১০টি পিপুল বীজের সঙ্গে ছেঁচে পানিতে জ্বাল দিয়ে ঘন করে ছেঁকে দুই বেলা করে খেতে হয়।
৬. অর্শরোগে ৫-৬ গ্রাম কাঁচা মূল বা কন্দ পিষে মাখন বা দুধ-চিনি মিশিয়ে কিছু দিন খেলে এই অসুবিধা দূর হয়।
৭. জন্ডিস এবং প্রস্রাবের জ্বালাপোড়ায় তালমূলী বাটা শরবত প্রতিদিন ২ বার করে ৩ দিন খেলে উপকার পাওয়া যায়।
এছাড়াও এ উদ্ভিদের কন্দমূল শক্তিবর্ধক, ক্ষুধাবর্ধক, হজমকারক, জ্বরনাশক, গনোরিয়া, গেঁটেবাত, হাঁপানি ও পেটব্যথায় অত্যন্ত কার্যকর।
Login to ask a question